রহমত নিউজ 29 March, 2025 02:05 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, রমজান হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাস মানুষ মানুষের প্রতি সহমর্মিতা, মহানুভবতা ও উদারতার শিক্ষা দেয়। সুশাসন প্রতিষ্ঠা ও অন্যায় থেকে বিরত থাকা এবং ধনী - গরিব সকলে মিলে ভ্রাতৃত্রের বন্ধন সুদৃঢ় করা এই মাসের প্রধান লক্ষ্য। তাই রমজানের সহমর্মিতায় উদ্বুদ্ধ হয়ে দেশের সকল বিত্তশালীদের প্রতি যাকাত প্রদান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ।
শুক্রবার (২৮ মার্চ) বাদ আছর রাজধানীর কামরাঙ্গীরচর থানা শাখা বাংলাদেশ খেলাফত আন্দোলনের অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী এসব কথা বলেন।
মাওলানা হামিদী আরো বলেন, ইসলামিক অর্থনীতিবিদদের মতে, সুষ্ঠু ও সঠিকভাবে যাকাত প্রদান করলে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা যাকাত আসবে। যা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে অনস্বীকার্য ভূমিকা রাখবে এবং ধনী গরিব বৈষম্য হ্রাস করবে।
নাঈমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, মুহাম্মদ রজ্জব আলী ও হাফেজ জিহাদুল ইসলাম প্রমুখ।